You are here: HomeJOURNALNews Flashনোবিপ্রবি ভিসি’র ‘শিক্ষা সমঝোতা চুক্তি’ হস্তান্তর

নোবিপ্রবি ভিসি’র ‘শিক্ষা সমঝোতা চুক্তি’ হস্তান্তর

Share

নোবিপ্রবি/জনওপ্রকা/০৩/২০১৭    ১১ মে ২০১৭


সংবাদ বিজ্ঞপ্তি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নোবিপ্রবি ভিসি’র ‘শিক্ষা সমঝোতা চুক্তি’ হস্তান্তর


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এম অহিদুজ্জামান নোবিপ্রবি’র ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যন ও সহকারী অধ্যাপক মো. গোলাম মোস্তফা’র নিকট ‘শিক্ষা সমঝোতা চুক্তি’ হস্তান্তর করেছেন। আজ বৃহস্পতিবার (১১ মে ২০১৭) সকালে উপাচার্যের কার্যালয়ে এ হস্তান্তর কার্য অনুষ্ঠিত হয়। এসময় ওশানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মমিন সিদ্দিক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

DSC 0213
নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান ১৪ দিনের সরকারি সফরে বুধবার (২৬ এপ্রিল ২০১৭) ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রে যান। তিনি ২৭ থেকে ২৮ এপ্রিল দেশটির রাজধানী প্রাগের ইউনিভার্সিটি অব সাউথ বোহেমিয়া’য় অনুষ্ঠিতব্য ‘সায়েন্টিক কনফারেন্স’ এ যোগ দেন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘শিক্ষা সমঝোতা চুক্তি’ করেন।

Latest News

Noakhali Science And Technology University, Noakhali-3814, Bangladesh