You are here: HomeNOCNews Flashনোবিপ্রবিতে গবেষণা জার্নাল ‘জেএনএসটিইউ’ এর মোড়ক উম্মোচন

নোবিপ্রবিতে গবেষণা জার্নাল ‘জেএনএসটিইউ’ এর মোড়ক উম্মোচন

Share

নোবিপ্রবি/জনওপ্রকা/০৩/২০১৭  ২৪ মে ২০১৭


সংবাদ বিজ্ঞপ্তি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নোবিপ্রবিতে গবেষণা জার্নাল ‘জেএনএসটিইউ’ এর মোড়ক উম্মোচন

DSC 0305

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( নোবিপ্রবি ) ‘জার্নাল অব নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি (জেএনএসটিইউ)’ এর মোড়ক উম্মোচন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান সদ্য প্রকাশিত এ গবেষণা জার্নালের প্রথম সংখ্যার মোড়ক উম্মোচন করেন। নোবিপ্রবি রিসার্চ সেল ওই অনুষ্ঠানের আয়োজন করে। সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ূন কবীর। এছাড়া অনুষ্ঠানে নোবিপ্রবি’র ইনস্টিটিউটসমূহের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ আগত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নোবিপ্রবি রিসার্চ সেল কর্তৃক বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো প্রকাশিত এ জার্নালে ১৪টি সায়েন্টিফিক গবেষণা নিবন্ধ স্থান পেয়েছে। জার্নালটির দ্বিতীয় সংখ্যা এবছরই ডিসেম্বরে বের হবে।

Latest News

Noakhali Science And Technology University, Noakhali-3814, Bangladesh