About Office of the Controller of Examinations
নোবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর বিশ্ববিদ্যালয়ের অতীব গুরুত্বপূর্ণ দপ্তর হিসেবে ছাত্র-ছাত্রীদের রেগুলার, ব্যাকলগ ও ইমপ্রুভমেন্ট পরীক্ষার এন্ট্রি ফরম পূরণ, পরীক্ষার রুটিন সমন্বয় করণ, পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পরীক্ষা সামগ্রী তৈরী ও সংগ্রহ, পরীক্ষা পরিচালনা, পরীক্ষা শেষে পরীক্ষকগণের নিকট উত্তরপত্র মূল্যায়নের জন্য বিতরণ, পরীক্ষার ফলাফল প্রকাশ ও সংরক্ষণ, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন ধরণের পারিতোষিক বিল প্রক্রিয়া করা, সাময়িক সনদ, মূল সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ফলাফল প্রকাশের তারিখ সম্পর্কিত সনদপত্র, গ্রেড টু মার্ক কনভারশন সনদপত্র এবং CSE Equivalence Certificate এর আবেদন ফরম প্রদান ও জমাগ্রহণের মাধ্যমে এসকল সনদপত্রগুলো ছাত্র-ছাত্রীদেরকে প্রদান, সনদপত্র যাচাই এর আবেদন ফরম প্রদান ও জমাগ্রহণের মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন সংখ্যক সেটের সনদ ও ট্রান্সক্রিপ্ট যাচাই করে সীল গালা করে প্রদান করা ইত্যাদি নানাবিধ কাজ খুবই গুরুত্ব ও সচেতনতার সাথে সুসম্পন্ন করে আসছে।
Mission and Vision
পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের মূল লক্ষ্য হচ্ছে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ এবং পরিচালনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে পূর্ণতা প্রদান করা। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদেরকে সেবা প্রদানের চেষ্টা করা।
Message from the Controller of the Examinations
Controller of the Examinations,NSTU
To be provided soon....
Controller of the Examinations,NSTU
Email:examcontroller@nstu.edu.bd
# | Name | Designation | Contact Address | Photograph |
---|---|---|---|---|
1 | Md. Shafiqul Islam | Deputy Controller of Examinations | Mob: 01811150935 E-mail:shafiqul@admin.nstu.edu.bd |
![]() |
2 | Mesbah Uddin | Assistant Controller of Examinations | Mob: 01717502113 E-mail:mesbah@admin.nstu.edu.bd |
![]() |
3 | Mohammed Yousuf | Assistant Director | Mob:01712210968 E-mail:yousuf@admin.nstu.edu.bd |
![]() |
4 | Md. Mamunur Rahman | Assistant Director | Mob: 01840031089 E-mail:rahman@admin.nstu.edu.bd |
![]() |
5 | Omar Faruque Millat | Section Officer | Mob:+8801776797599 E-mail:millat@admin.nstu.edu.bd |
![]() |
পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের বিভিন্ন ধরণের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হয় এমন কাগজপত্রের তালিকা:
সাময়িক সনদপত্র উত্তোলনের জন্য:
- এস.এস.সি সনদপত্রের ফটোকপি।
- এইচ.এস.সি সনদপত্রের ফটোকপি।
- পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি।
- আবেদন পত্রের সাথে সংযুক্ত ফরমে হল, বিভাগ ও লাইব্রেরীর ক্লিয়ারেন্স নেয়া।
সাময়িক সনদপত্র–
সাত (০৭) কার্যদিবসের মধ্যে পেতে হলে ৫০০.০০ (পাঁচশত) টাকা জমা দিতে হবে।
তিন (০৩) কার্যদিবসের মধ্যে পেতে হলে ৭০০.০০ (সাতশত) টাকা জমা দিতে হবে।
এক (০১) কার্যদিবসের মধ্যে পেতে হলে ১০০০.০০ (এক হাজার) টাকা জমা দিতে হবে।
মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন্য:
- এস.এস.সি সনদপত্রের ফটোকপি।
- এইচ.এস.সি সনদপত্রের ফটোকপি।
- ডিপার্টমেন্ট থেকে উত্তোলনকৃত আট টার্মের ট্রান্সক্রিপ্টের ফটোকপি।
- পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি।
মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট–
সাত (০৭) কার্যদিবসের মধ্যে পেতে হলে ১০০০.০০ (এক হাজার) টাকা জমা দিতে হবে।
এক (০১) কার্যদিবসের মধ্যে পেতে হলে ১৫০০.০০ (এক হাজার পাঁচশত) টাকা জমা দিতে হবে।
ফলাফল প্রকাশের তারিখ সম্পর্কিত প্রত্যয়ন পত্রের জন্য:
- এস.এস.সি সনদপত্রের ফটোকপি।
- এইচ.এস.সি সনদপত্রের ফটোকপি।
১০০.০০ (একশত) টাকা জমা দিতে হবে এবং সাত (০৭) কার্যদিবসের মধ্যে দেয়া হবে।
গ্রেড টু মার্ক কনভারশন সনদপত্রের জন্য:
- এস.এস.সি সনদপত্রের ফটোকপি।
- এইচ.এস.সি সনদপত্রের ফটোকপি।
১০০.০০ (একশত) টাকা জমা দিতে হবে এবং সাত (০৭) কার্যদিবসের মধ্যে দেয়া হবে।
CSE Equivalence Certificate এর জন্য:
- বি.এস.সি (ইঞ্জিনিয়ারিং) সনদপত্রের ফটোকপি।
- পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি।
১০০০.০০ (এক হাজার) টাকা জমা দিতে হবে এবং সাত (০৭) কার্যদিবসের মধ্যে দেয়া হবে।
Contact Address

Mailing Address
Office of the Controller of Examination
3rd floor, Administrative Building
e-mail: examcontroller@nstu.edu.bd
Noakhali Science and Technology University
Noakhali-3814, Bangladesh.